উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্ব নিম্নরুপ:
vকৃষকেরা যেন তাদের সমস্যা চিহ্নিত করতে পারেন এবং সমস্যার সম্ভাব্য সমাধান খুঁজে পেতে পারেন সে ব্যাপারে সাহায্য করা।
vস্থানীয় চাহিদার ভিত্তিতে ব্লকে সম্প্রসারণ কর্মকান্ড বাস্তবায়ন করা।
vকৃষকের জন্য উপযুক্ত সম্পসারণ কর্মকান্ড পরিকল্পনার জন্য উপজেলা পরিকল্পনা কর্মশালায় পরামর্শ দেয়া।
vতথ্য সংগ্রহে কৃষকদের সহায়তা দেয়া। অন্যান্য সম্প্রসারণ সহযোগী সংস্থা থেকে সেবা গ্রহণে কৃষকদের সহায়তা প্রদান।
vব্লকের তথ্য সংগ্রহ করা ও রেকর্ড করা। যেমন-প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, বিভিন্ন আবাদি জমির পরিমাণ, উপকরণের চাহিদা, উৎপাদিত পণ্যের বাজারজাত পদ্ধতি, প্রযুক্তি অভিযোজন, গ্রহণ, পরীক্ষা ও ব্যবহারে কৃষকের সংখ্যা ও ব্যাপ্তি।
vদৈনন্দিন কাজের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মকান্ডের পরিকল্পনা এবং কৃষকের চাহিদা ও সমাধানের তথ্য লেখার জন্য এসএএও ডাইরী সংরক্ষণ করা।
vএনজিও ভুক্ত কৃষক দলসহ কর্মরত অন্যান্য কৃষক দল সনাক্ত করা।
vবাৎসরিক সম্প্রসারণ কর্মসূচি অনুযায়ী অনুমোদিত পাক্ষিক কর্মসূচি বাস্তবায়ন করা।
উপজেলা কৃষি অফিসে সভা ও প্রশিক্ষণে অংশগ্রহণ করা
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS